নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৩ ফেব্রুয়ারি ॥ দৌলতপুর সীমান্তে বাংলাদেশীদের লক্ষ্য করে বিএসএফ গুলিবর্ষণ করেছে। এতে মামুন (৩০) ও আলিম (৪৫) নামের ২ বাংলাদেশী গরু পাচারকারী নিখোঁজ রয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। নিখোঁজদের পরিবারের দাবি বিএসএফের গুলিতে তারা নিহত হলে বিএসএফ তাদের লাশ গুম করে ফেলতে পারে। তবে বাংলাদেশীদের লক্ষ্য করে গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় বিএসএফ অস্বীকার করেছে।
গুলিতে মামুন (৩০) ও আলিম (৪৫) কোমর ও পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে বাকিরা পালিয়ে প্রাণে বাঁচে।