রাজধানীতে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে স্থাপন করা হয়েছে ভাস্কর মৃণাল হকের কোতোয়াল। এটি একটি ঐতিহাসিক ভাস্কর্য। একটা সময় ছিল যখন কোতোয়াল বা পুলিশ ঘোড়ায় চড়ে তাদের দায়িত্ব পালন করত। এই ভাস্কর্যে ঐতিহাসিক সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে। কিন্তু এই ভাস্কর্যটি বেশ কিছুদিন ধরে অযত্নে অবহেলায় পড়ে রয়েছে। শুক্রবার ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।