
রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে তোপের মুখে পড়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতা। তারা হলেন- ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ পারভেজ মোশাররফ, মাসুদুর রহমান জীবন ও রাব্বি হোসেন।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দোকানীরা ছাত্রদল নেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। চাঁদাবাজ, চাঁদাবাজ বলে টানা-হেঁচড়া করছেন। ‘ঢাকা কলেজের নামে চাঁদাবাজি, চলবে না চলবে না’; ‘ছাত্রদলের নামে চাঁদাবাজি; চলবে না চলবে না’- বলে স্লোগান দিচ্ছেন।
রাজু