
ছবি: জনকণ্ঠ
রাজধানীর রামপুরার বনশ্রীতে বর্ষবরণ উপলক্ষে কুষ্টিয়া সোসাইটি বনশ্রী ঢাকা’র উদ্যোগে আয়োজন করা হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের। নববর্ষকে বরণ করে নিতে সমাজের সকল বয়সের মানুষ ভিড় জমায় এই আয়োজনে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আয়োজনের শুরুতে বৈশাখের তাৎপর্য তুলে ধরেন উপস্থিত অতিথিরা। এরপর একে একে শুরু হয় আবৃত্তি, গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল অনুষ্ঠানস্থল। গানের ফাঁকে ফাকে চলতে থাকে বাচ্চা ও বড়দের বিভিন্ন খেলা।
সকাল থেকে দুপুর পর্যন্ত নানা আয়োজন ও পান্তা-ইলিশ পরিবেশন অনুষ্ঠানটিকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন কুষ্টিয়া সোসাইটি বনশ্রীর নেতৃবৃন্দ।
তারা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, যাতে ঢাকায় বসবাসরত কুষ্টিয়ার মানুষরা নিজেদের শিকড়ের সাথে সংযুক্ত থাকতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সোসাইটি বনশ্রী, ঢাকার সভাপতি মোহা. আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক ডাঃ মোঃ মাসুম আলী, আহ্বায়ক মোঃ রাফি ও সদস্য সচিব মোঃ হামিদুল ইসলাম।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শহীদ শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ, একক সঙ্গীত পরিবেশন করেন, আবু সাঈদ সরকার, ফরহাদ পলাশ, ঈশানা, আদ্রিতা, ওয়াসিত হামিদ রাইদ, আদ্রা আরা হামিদ। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন শহীদ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও পরিচালক শিল্পী ও সাংবাদিক মো: শহিদুল্লাহ।
শহীদ