
ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং ইসরাইলের বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে লাখো মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। সকাল থেকে উদ্যান প্রাঙ্গণে শুরু হয়েছে গণজমায়েত। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রতিবাদী মানুষের স্রোত একত্রিত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে।
সলিডারিটি ফর ফিলিস্তিন সংগঠন এই প্রতিবাদী সমাবেশের আয়োজন করে। বহুল পরিচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মসূচিতে বক্তব্য রাখবেন।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষজন জড়ো হতে শুরু করেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয় ঢাকার রাজপথ। ফিলিস্তিনের পতাকা ও ইসরাইল বিরোধী প্ল্যাকার্ড হাতে মানুষ জড়ো হন সোহরাওয়ার্দী উদ্যানে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানানোর পাশাপাশি বক্তারা অবিলম্বে গাজা ও রাফায় ইসরাইলি গণহত্যা বন্ধের আহ্বান জানান।
ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে সারা বিশ্বেই নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। সেই প্রতিবাদের ঢেউ পৌঁছেছে বাংলাদেশেও। এক সপ্তাহ ধরে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন করে সলিডারিটি ফর ফিলিস্তিন।
আয়োজকদের আশা, কয়েক লাখ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। বিকেলে মঞ্চ থেকে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। এরপর ইসরাইলি স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বর্জনের শপথ বাক্য পাঠ করানো হবে। দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই মহাসমাবেশ।
কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।
সূত্র:https://tinyurl.com/yc6hyzd6
আফরোজা