ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

মার্কিন শুল্ক আরোপের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: রিজওয়ানা হাসান

প্রকাশিত: ১২:৪৫, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:৪৬, ৬ এপ্রিল ২০২৫

মার্কিন শুল্ক আরোপের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: রিজওয়ানা হাসান

মার্কিন শুল্ক আরোপের বিষয়টি সরকারের এখন সর্বচ্চ গুরুত্ব বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ঈদের পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বলেন, এবারের ঈদ বিগত বছরের চেয়ে আনেক ভালোভাবে উদযাপন করেছে দেশের মানুষ। যাত্রাপথে কোন ধরনের ভোগান্তি না থাকায় ঈদ যাত্রায় স্বস্তি ছিল। 

এসময় তিনি বলেন, ঈদের দিন ও পরদিন ছাড়া ছুটির মধ্যেও বাকী সব দিন কাজ করতে হয়েছে।  

রিজওয়ানা হাসান বলেছেন,“এই মুহূর্তে সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোকিত শুল্ক নিয়ে কথা বলতে হচ্ছে ।এই মুহূর্তে প্রায়োরিটি এটা।”
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে যেটুকু কাজ আমাদের করা দরকার পরিবর্তন বাংলাদেশ করতে নতুন বাংলাদেশ গড়তে আগামীতে আমরা সেই কাজগুলো করব।


সূত্র:https://tinyurl.com/5xpv3wd3

আফরোজা

আরো পড়ুন  

×