ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

রাজধানীতে ‘রিকশা ট্র্যাপার’: সড়কে গতিনিয়ন্ত্রণের নতুন উদ্যোগ

প্রকাশিত: ১৮:৫৫, ২৩ মার্চ ২০২৫

রাজধানীতে ‘রিকশা ট্র্যাপার’: সড়কে গতিনিয়ন্ত্রণের নতুন উদ্যোগ

ঢাকার সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শহরের নির্দিষ্ট সড়কের প্রবেশমুখে বসানো হচ্ছে ‘রিকশা ট্র্যাপার’, যা রিকশার চাকা আটকে দিয়ে গতিরোধ করবে।

শনিবার (২২ মার্চ) রাজধানীর রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায় প্রথমবারের মতো এ ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, এটি কার্যকর হলে পর্যায়ক্রমে অন্যান্য সড়কেও স্থাপন করা হবে। এর মাধ্যমে ঢাকায় নির্ধারিত সড়কগুলোতে রিকশার সংখ্যা কমানো এবং যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

 

রাজু

আরো পড়ুন  

×