ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

রাজধানীতে মর্মান্তিক দুর্ঘটনা! শাহজাহানপুর ফ্লাইওভারে তরুণীর মৃত্যু

প্রকাশিত: ১২:৫৮, ১৬ মার্চ ২০২৫

রাজধানীতে মর্মান্তিক দুর্ঘটনা! শাহজাহানপুর ফ্লাইওভারে তরুণীর মৃত্যু

রাজধানীর শাহজাহানপুর থানাধীন রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন ফ্লাইওভার ব্রিজে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক তরুণী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২২ বছর। 

শনিবার দিবাগত মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

সুরতহাল প্রতিবেদনে শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম উল্লেখ করেন, মধ্যরাতে খবর আসে, রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের উপরে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই তরুনীর লাশ পড়ে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠান হয়। 

তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। হেঁটে ফ্লাইওভারের উপরে উঠে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় কোন যানবাহনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। তার পরিচয় সড়কের চেষ্টা চলছে।

 

হায়দার /রাজু

×