ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

শহীদ পরিবারের এখনের কান্না, এটা ক্রোধে পরিণত হবে খুব শীঘ্রই: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত: ১২:৫২, ৪ মার্চ ২০২৫; আপডেট: ১২:৫২, ৪ মার্চ ২০২৫

শহীদ পরিবারের এখনের কান্না, এটা ক্রোধে পরিণত হবে খুব শীঘ্রই: হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

বিচারের অপেক্ষায় থাকা শহীদ পরিবারদের সামনে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “দ্রুততম সময়ের মধ্যে যদি আহতদের এবং শহীদদের পরিবারের বিচার নিশ্চিত না করা হয়, আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হয়, তাদের এই কান্না ক্রোধে পরিণত হবে।”

এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার প্রক্রিয়া দেখতে পাচ্ছেন না বলে আশাহত হয়েছেন বলে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ। শহীদ সোহেলকে বাস্তবিক সীমাবদ্ধতায় তার মায়ের কাছে ফিরিয়ে দিতে না পারলেও সোহেলকে হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃশ্যমান বিচারের মধ্য দিয়ে সোহেলের মা’কে নিশ্চয়তা দিতে চান তিনি।

এছাড়া আওয়ামী লীগের বিচার দীর্ঘমেয়াদী করতে দেশি-বিদেশী ষড়যন্ত্রের সম্ভাবনা দেখছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বর্তমান সরকারের কাছে স্পষ্ট আহবান জানিয়েছেন যে, ছাত্র-জনতার রক্তের উপর গঠিত হওয়া এ সরকার যেন দ্রুততম সময়ে জরুরী ভিত্তিতে সকল বিচার কার্যক্রম সম্পন্ন করেন, প্রয়োজনে ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর পরামর্শও দেন তিনি।

রাকিবুল

×