ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

আশা করি শিগগিরই ইতিবাচক ফলাফল দেখা যাবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা আসিফ

প্রকাশিত: ০১:০৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আশা করি শিগগিরই ইতিবাচক ফলাফল দেখা যাবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা আসিফ

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় জননিরাপত্তা জোরদারের বিশেষ কার্যক্রম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চলমান নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের পর আইন-শৃঙ্খলা বাহিনীর নৈতিক ভিত্তি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এই অবস্থার উন্নতির জন্য নতুন নিয়োগসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করি, শিগগিরই এর ইতিবাচক ফলাফল দেখা যাবে।"

তিনি আরও বলেন, "যেসব এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে, সেখানে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে এবং অপরাধীদের আটক করা হচ্ছে। আমরা আশাবাদী, দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে।"

সরকারের গৃহীত পদক্ষেপগুলোর মাধ্যমে ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ভিডিও দেখুন: https://www.facebook.com/share/v/166U61zcSE/

এম.কে.

×