ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে সচেতন নাগরিক সমাজের সমাবেশ

প্রকাশিত: ০০:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে সচেতন নাগরিক সমাজের সমাবেশ

 


দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাগরিকদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ।
গত সোমবার ঢাকা-রাজশাহী গামী চলন্ত বাসে ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা দাবি করেন, এই ধরনের ঘটনা রোধে আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারের উপদেষ্টা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।


শুক্রবার শাহবাগ জাদুঘরের সামনে সমাবেশে বক্তারা বলেন, "এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দায়িত্বশীল আচরণ করেননি।" আন্দোলনরত নারী নেতৃবৃন্দ বলেন, “জুলাই মাসে গণঅভ্যুত্থানে নারীদের প্রতি বৈষম্য দূর করার কথা বললেও, তা বাস্তবায়ন হচ্ছে না।"
বিক্ষোভকারীরা আরও বলেন, “সারা দেশের কোনো মেয়ে নির্যাতিত হচ্ছে কিনা, গণধর্ষিত হচ্ছে কিনা আমরা জানি না। তবে আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার দায় স্বীকার করে, দ্রুত পদত্যাগ করার জন্য দাবি জানাচ্ছি।"


এছাড়া তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন ঘটনার সামনে আসার পর কিছু মানুষ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর উদাহরণ তুলে ধরেন। তারা বলেন, “আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায়? তিনি কি করছেন?”


সরকারের প্রতি তাদের আহ্বান, “যদি সরকার এই মুহূর্তে দ্রুততম সময়ে এই ঘটনার বিচার ও সুষ্ঠু সুরাহা না করতে পারে, তবে তাদেরকে এর দায়ভার নিতে হবে।”
এই ঘটনার পর, সমাবেশে অংশগ্রহণকারীরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায়।


সূত্র:https://tinyurl.com/2mnpcj29

আফরোজা

×