ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

এটাই সাদপন্থীদের শেষ ইজতেমা?

প্রকাশিত: ১৯:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০২৫

এটাই সাদপন্থীদের শেষ ইজতেমা?

ছবিঃ সংগৃহীত।

তাবলীগ জামাত বাংলাদেশের সাদপন্থী গোষ্ঠীকে গাজীপুরের টঙ্গী ময়দানে আগামী বছর থেকে আর বিশ্ব ইজতেমা আয়োজনের অনুমতি দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে, এ বছর ১৪-১৬ ফেব্রুয়ারি তারিখে দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনের অনুমতি প্রদান করা হয়েছে।

আজ, মঙ্গলবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, ভবিষ্যতে টঙ্গী ময়দানে বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে এবং সাদপন্থী তাবলীগ জামাতের পক্ষ থেকে সেখানে ইজতেমার আয়োজন আর করা যাবে না। তবে, এবারের দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে, যা পূর্বের পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এটি উল্লেখযোগ্য যে, তাবলীগ জামাতের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে, একপক্ষ সাদপন্থী এবং অন্যপক্ষ মাওলানা জুবায়ের পন্থী। এই বিভক্তির কারণে কিছু সময় ধরে ইজতেমা আয়োজন নিয়ে নানা সমস্যা ও বিতর্ক তৈরি হয়েছে। এর আগে, টঙ্গী ময়দান-এ অনুষ্ঠিত ইজতেমার মূল আয়োজন সাদপন্থী গোষ্ঠীর মাধ্যমে হয়ে আসছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন শর্তের আওতায় পরবর্তী আয়োজনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

এবার বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য তিনটি সিদ্ধান্তের কথা প্রজ্ঞাপনে উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেগুলো হলো:

১. তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নিজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জুবায়ের) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

২. তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সা'দ সাহেবের অনুসারী)-এর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

তবে আগামী বছর থেকে তারা বিশ্ব ইজতেমা ও তাবলীগের কোনো কার্যক্রম টঙ্গীর ইজতেমা ময়দানে করতে পারবেন না। এই শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র ১৪-১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইজতেমা করতে পারবেন।

৩. আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ী নিজামের নিকট হস্তান্তর করা হবে।

নতুন শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারির পর সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, প্রজ্ঞাপন সম্পর্কে তারা অবগত আছেন।

প্রজ্ঞাপনের দুই নম্বর শর্তের বিষয়ে মোহাম্মদ সায়েম বলেন, ‘পুরোপুরি প্রজ্ঞাপনটি আমাদের কাছে আসলে আমাদের শীর্ষ মুরুব্বিরা সিদ্ধান্ত নেবেন।’

দ্বিতীয় পর্বের ইজতেমায় সাদপন্থীরা অংশ নেবেন কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি মোহাম্মদ সায়েম।

মুহাম্মদ ওমর ফারুক

×