রাজধানীর হাতিরঝিলের উলন পোড়াবাড়ি এলাকায় দুর্বৃত্তদের গোলাগুলিতে মো. জিলানী (৫৫) ও শুভ (১৮) নামে দুইজন আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
আহত জিলানীর মেয়ে শেফালী আক্তার জানান, তার বাবা একজন রিকশাচালক ও কলা বিক্রেতা। রাতে উলন পোড়াবাড়ির কাছে রাস্তার পাশে কলা ও বরই বিক্রি করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে চারদিকে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। কিছুক্ষণ পর তার বাবা পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান।
শেফালী আরও জানান, আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি শুভ নামের এক তরুণও আহত হন। তবে শেফালীর ছোট ভাই গাজী সামান্য আঘাত পেয়েছেন এবং বর্তমানে বাড়িতে আছেন।
ঢামেক ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শুভ প্রাথমিক চিকিৎসা নিয়েছে, তবে জিলানীর অবস্থা গুরুতর। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তবে আহতরা গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. সেলিম জানান, এলাকায় কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজু