ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

এ্যালিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার ২

প্রকাশিত: ১৮:৫৭, ১২ জানুয়ারি ২০২৫

এ্যালিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার ২

রাজধানীর নিউমার্কেটের এ্যালিফ্যান্ট রোডে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-এজাহারনামীয় আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু (৩২) ও মোঃ কাউসার মৃধা (২৪)।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:৪০ ঘটিকায় এ্যালিফ্যান্ট রোডের ই.সি.এস কম্পিউটার সিটির (মাল্টিপ্ল্যান সেন্টার) পশ্চিম দিকের কোনায় রাস্তার উপর কতিপয় দুষ্কৃতকারী ধারালো ছুরি, চাপাতিসহ দলবদ্ধ হয়ে ই.সি.এস কম্পিউটার সিটির ব্যবসায়ী এহতেশামুল হককে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। ওই সময়ে এ্যালিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সভাপতি ব্যবসায়ী মোঃ ওয়াহিদুল হাসান দিপু মার্কেটের নিচতলা হতে গাড়িতে করে বের হয়ে আসার সময় তিনিও দুষ্কৃতকারীদের দ্বারা হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় ভিকটিম এহতেশামুল হককে পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল, ধানমন্ডি, ঢাকাতে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মোঃ ওয়াহিদুল হাসান দিপুর অভিযোগের প্রেক্ষিতে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিগণ ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে মাল্টিপ্ল্যান সেন্টারে দলবদ্ধ হয়ে এসে মার্কেটের ব্যবসায়ীদের নিকট চাঁদা দাবী করতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিগণ মার্কেটের ব্যবসায়ীদের নানাভাবে ভয়-ভীতি ও হুমকি দিয়ে হয়রানি করতে থাকে। ভিকটিম এহতেশামুল হক ও মোঃ ওয়াহিদুল হাসান মার্কেটের অন্যান্য ব্যবসায়ীদের নিয়ে এই চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে তারা আসামিদের তীব্র রোষানলে পড়ে। এ পরিপ্রেক্ষিতে আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে হত্যার উদ্দেশে এই আক্রমণ করে।

থানা সূত্রে আরো জানা যায়, মামলাটি রুজু হওয়ার হওয়ার পর নিউমার্কেট থানা পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপর হয়। তদন্তাধীন এই মামলায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ রবিবার (১২ জানুয়ারি ২০২৫ খ্রি.) দুপুর ১২:০০ ঘটিকায় নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফের নেতৃত্বে নিউমার্কেট থানার একটি দল জগন্নাথ সাহা রোড থেকে কাউসার মৃধাকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে দুপুর ০১:০০ ঘটিকায় হাজারীবাগ গার্লস স্কুল এর কাছে একটি মেসে লুকিয়ে থাকা অবস্থায় আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু (৩২) কে গ্রেফতার করা হয়। ঝন্টু এই মামলার এজাহারনামীয় ৩নং আসামি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার নিবিড় তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ফজলু / রাজু

×