ছবি সংগৃহীত
রাজধানীর শের-এ-বাংলা নগরে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) মঙ্গলবার রাত ১০টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
হাসপাতালের অর্থোপেডিক বিভাগের আইসিইউতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে, ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই হাসপাতালের কর্মী ও উপস্থিত মানুষদের সহায়তায় অগ্নিনিরোধক ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলা হয়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান আলী বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
আশিক