ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ট্রেইনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ: কী দাবি তাদের?

প্রকাশিত: ১৭:২৫, ২২ ডিসেম্বর ২০২৪

ট্রেইনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ: কী দাবি তাদের?

ছবি: সংগৃহীত।

বেতন বাড়ানোর দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। এই আন্দোলনের ফলে রাজধানীর ব্যস্ততম সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (শাহবাগ জোন) মেহেদি হাসান শাকিল টিবিএস-কে জানান, চিকিৎসকরা দুপুর দেড়টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন, যার কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বর্তমানে ইন্টার্ন চিকিৎসকরা প্রতি মাসে ২৫ হাজার টাকা ভাতা পান, কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার কারণে তারা এই ভাতা ৫০ হাজার টাকা করতে চান, এমনটি জানিয়েছেন আন্দোলনকারী একজন চিকিৎসক। তিনি জানান, তিন বছর ধরে এই আন্দোলন চলছে এবং আগের সরকার তাদের দাবির প্রতি কোনো মনোযোগ দেয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইন্টার্ন চিকিৎসক আরও বলেন, "আওয়ামী লীগ সরকার আমাদের আন্দোলনকে জামায়াত-শিবিরের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করেছে, যাতে আমাদের দাবি নস্যাৎ হয়ে যায়। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই, দ্রুত আমাদের দাবি মেনে নিক এবং একটি সার্কুলার প্রকাশ করা হোক। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।"

পরে, ইন্টার্ন চিকিৎসকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সেখানে তারা বলেন, "যদি তাদের দাবি পূরণ না হয়, তবে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।"

নুসরাত

×