ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সড়কে নৈরাজ্যে সহজে সমাধান হবে না : তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ১৩:২২, ২১ ডিসেম্বর ২০২৪

সড়কে নৈরাজ্যে সহজে সমাধান হবে না : তথ্য উপদেষ্টা

উপদেষ্টা নাহিদ ইসলাম

সড়ক ও পরিবহন খাতে চলমান নৈরাজ্যের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানান, পলিটিকাল প্রভাব জড়িত থাকায় তাই খুব সহজে সমাধান হবে না। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। দুর্নীতির সাথে যেহেতু রাজনৈতিক কর্মী ও নেতারা জড়িত, তাই সমাধানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখতে হবে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত "সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার" শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ কথা বলেন।   

নাহিদ ইসলাম বিগত সরকারের উন্নয়নকে জনবান্ধব না হওয়ার জন্য দায়ী করে বলেন, “মানুষ সুবিধা পায়নি কারণ আগের সরকারের উন্নয়ন প্রকল্পগুলো জনগণের প্রয়োজনের প্রতি অগ্রাধিকার দেয়নি। ভবিষ্যতে জনবান্ধন উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে নীতিমালা তৈরি করা হবে।  

বিআরটিএ চেয়ারম্যান পরিবহন মালিকদের উদ্দেশ্যে বলেন, “কোনো পুরানো বাস রাখা হবে না। সময় দেওয়া হয়েছে, এর মধ্যে ব্যবস্থা নিন। সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে স্থায়ী পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং এটি শুধু উচ্ছেদ নয়, বরং পরিকল্পিত সমাধান হওয়ার প্রয়োজন।

আশিকুর রহমান

×