ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

ইজতেমা মাঠে একপক্ষীয় হামলার দাবি মামুনুল হকের

প্রকাশিত: ২১:৪০, ১৮ ডিসেম্বর ২০২৪

ইজতেমা মাঠে একপক্ষীয় হামলার দাবি মামুনুল হকের

মাওলানা মামুনুল হক

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের বিষয়ে  সাংবাদিকদের সাথে আলাপকালে মাওলানা মামুনুল হক বলেন, এটি কোনভাবেই দ্বিপাক্ষিক সংঘর্ষ নয়, বরং একপক্ষীয় হামলা।

মামুনুল হক বলেন, "আজ সকাল ১২ টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি হাই প্রোফাইল বৈঠক হওয়ার কথা ছিল, যা আমরা প্রস্তুতির মধ্যে ছিলাম। কিন্তু এর মধ্যেই অতর্কিত হামলা করা হয়েছে। এই হামলায আমরা যে আক্রমণের স্বীকার হয়েছি এবং আমাদের লোকজন যে হতাহত হয়েছে। তাতে স্পষ্ট যে, এই হামলা একটি রাষ্ট্রবিরোধী পরিকল্পনা। 

তিনি আরও বলেন, যারা বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে এবং রাষ্ট্রের ক্ষতি করার পরিকল্পনা করছে। তাদের সঙ্গে এই হামলাকারীরা জড়িত। যারা সাদপন্থী তাদেরকে ইসলাম পরিপন্থী সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা ছাড়া আর কোন উপায় নেই।

মামুনুল হক সংবাদকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এই ঘটনাকে কোনভাবেই দ্বিপাক্ষিক সংঘর্ষ বলে প্রচার করবেন না, কারণ এটি একটি একপক্ষীয় হামলা।

এ সময় তিনি আরও যোগ করেন,  আমরা এখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমাদের পক্ষ থেকে ওলামা সম্মেলন আহ্বান করা হয়েছে এবং শীঘ্রই সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের পরবর্তী কার্যক্রম ও সিদ্ধান্ত আমরা ওলামা সম্মেলন থেকে জানিয়ে দেবো।

আশিকুর রহমান

×