ছবি: সংগৃহীত
সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে দেশের খ্যাতনামা এক মাওলানা বলেন, দেশে জুবায়েরপন্থী বলে কিছু নেই। এটি একটি ভুল ধারণা, যা বিভিন্ন সময় মিডিয়ায় প্রচারিত হয়েছে।
সাক্ষাৎকারে মাওলানা বলেন, আসলে জুবায়েরপন্থী ও সাদপন্থি বিষয়টা কী সে বিষয়ে মিডিয়ার ভাইদের ক্লিয়ার হওয়া দরকার। বিভিন্ন সময় আমাদের সাদপন্থী ও জুবায়ের পন্থী বলা হয়। এখানে জুবায়েরপন্থী বলতে কিছু নেই। জুবায়ের হলো আমাদের বাংলাদেশের কাকরাইল মসজিদের প্রধান মুরব্বি। তিনি কাকরাইল মসজিদের খতিব এবং ইমাম।
অন্যদিকে সাদ সাহেব হলো ইন্ডিয়ান। উনিও আমাদের সাথে ছিলেন। আমরাও উনার অনুসরণ করেছি একসময়। যখন সাদ সাহেব নিজেকে স্বঘোষিত আমির দাবি করেছে নিজেকে। সেই সাথে উনার যেসব বিতর্কিত মন্তব্য রয়েছে যা ইসলামিক শরিয়া এবং কোরআনের সাথে সাংঘর্ষিক। সমগ্র বিশ্বের আলেম ওলামাগণ এসব ভুল ধরেছেন এবং এতে দ্বিমত পোষণ করেছেন।
তিনি আরো বলেন, উনি নিজেকে স্বঘোষিত আমির দাবি করেছেন আর বলেছেন কেউ যদি উনাকে না মানে তাহলে সে জাহান্নামে যাবে। এরকম ধরনের বক্তব্য যখন উনার কাছ থেকে এসেছে। তখন আমরা তার অনুসরণ ত্যাগ করি।
তিনি আরও জানান, সাদ সাহেবের বক্তব্যে ইসলামের মূল শিক্ষা এবং নবীর প্রতি তার বিরূপ মন্তব্যগুলি ছিল অসম্মানজনক। যদি সাদ সাহেব তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তাহলে তাকে পুনরায় মানতে আমাদের কোনও আপত্তি নেই। তবে, তার সেই বক্তব্য এবং কর্মকাণ্ড ইসলামের প্রতি তার সত্যিকারের আনুগত্যের প্রশ্ন তুলে দেয়।"
আশিকুর রহমান