ছবি: সংগৃহীত
রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বিকেল ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কড়াইল বস্তির বউবাজার নামক এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ওই বস্তির বউবাজার নামক স্থানে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
আশিকুর রহমান