ছবি: সংগৃহীত
রাজধানীর কড়াইল বৌ বাজার বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।
আজ বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।
তিনি বলেন, কড়াইল বস্তিতে আগুনের সংবাদ পাওয়া গেছে ৪টা ১৫ মিনিটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৩টি স্টেশন থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলে রওনা করেছে। রাস্তায় জ্যাম থাকায় এখনও কোনও স্টেশন পৌঁছাতে পারেনি।
আগুনের সূত্রপাত এবং হাতাহাতের কোনও খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।
আশিকুর রহমান