ছবি: সংগৃহীত
রাজধানীর একমাত্র মুরগির পাইকারি বাজার কাপ্তান বাজারে সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। মূলত যানজট নিরসন ও ফুটপাতসহ মূল সড়ক দখল করে বসানো অবৈধ দোকান উচ্ছেদের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও ওয়ারী জোনের পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।
অভিযানে কাপ্তান বাজারের সড়ক দখল করে বসানো সব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতির খবর পেয়ে অনেক দোকানদার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাপ্তান বাজারের অবৈধ মুরগির বাজার দীর্ঘদিন ধরে এলাকাটিতে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাত ১১টার পর শত শত মুরগিবোঝাই ট্রাক ও পিকআপ ঢাকার কাপ্তান বাজার, জয়কালী মন্দির, নবাবপুর এবং গুলিস্তান ফ্লাইওভার এলাকায় তীব্র যানজট সৃষ্টি করে। এতে স্থানীয়দের চলাচল বিঘ্নিত হয়, বিশেষ করে রাতে জরুরি প্রয়োজনে চলাচলকারী অ্যাম্বুলেন্সগুলো দীর্ঘসময় আটকে থাকে।
জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এখনও এই বাজারটি কাউকে ইজারা দেয়নি। ফলে অবৈধভাবে বাজার পরিচালিত হয়ে আসছিল।
স্থানীয় বাসিন্দারা এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং সড়কের শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
মেহেদী কাউসার