ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

লাল-সবুজে মোড়া শহর, উৎসবের আমেজ চারদিকে

প্রকাশিত: ০২:৫১, ১৬ ডিসেম্বর ২০২৪

লাল-সবুজে মোড়া শহর, উৎসবের আমেজ চারদিকে

বাংলাদেশের ৫৩তম মহান বিজয় দিবস আগামী সোমবার সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হবে। এই বিশেষ দিনে রাজধানী ঢাকা সেজে উঠেছে লাল-সবুজ আলোকসজ্জায়, যা জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মারক। প্রতি বছরের মতো এবারও সরকারি, বেসরকারি ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রঙিন আলোকবাতির ঝলকানি দেখা যাবে।১৫ ডিসেম্বর রবিবার ঢাকা শহরের প্রধান বাণিজ্যিক এলাকা মতিঝিল, গুলিস্তান, পল্টন, শাহবাগ, হাইকোর্ট, কাওরান বাজার, জাতীয় সংসদ ভবন, বিজয় সরণি, খামারবাড়ি, আগারগাঁও ও মিরপুরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোর ভবনগুলো লাল-সবুজের আলোয় সজ্জিত করা হয়েছে। এতে নীল, হলুদ, সাদা, বেগুনি সহ বিভিন্ন রঙের বাতি ব্যবহৃত হয়েছে, যা শহরের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে।

রাজু

×