ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

ঢাকা মেডিকেলের পাশের ফুটপাথ থেকে মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৬:১১, ১৫ ডিসেম্বর ২০২৪

ঢাকা মেডিকেলের পাশের ফুটপাথ থেকে মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

আজ রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে হাসপাতালটির বাগান গেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লাভলু আহমেদ জানান, বাগান গেটের বিপরীত পাশের ফুটপাতে মৃত অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে ও মাদকাসক্ত। ধারণা করা হচ্ছে, অসুস্থ্যত্যার কারণে তার মৃত্যু হয়েছে।

রাজধানীর দক্ষিণখানে ট্রাক চাপায় মাহমুদুল হাসান মাসুম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি গাজীপুর পূবাইলে ইউনিলিভার কোম্পানির ডিপোর পরিবহন শাখায় চাকরি করতেন।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দক্ষিণখান শহীদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত মাসুমের সহকর্মী এনামুল হক ওয়াসির জানান, তারা দক্ষিণখান ময়নারটেক এলাকায় থাকেন। তারা দুজনই গাজীপুর পূবাইলে ইউনিলিভার কোম্পানির ডিপোতে চাকরি করেন। মাসুম পরিবহন শাখায় ছিলেন। সকালে বাসা থেকে মোটরসাইকেল যোগে অফিসে যাচ্ছিলেন। মোটরসাইকেলের পিছনে বসা ছিলেন মাসুম।

পথে দক্ষিণখান শহীদনগর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রর হারিয়ে পড়ে যায়। এসময় একটি ট্রাক মাসুমকে চাপা দেয়। আর তিনি নিজেও সামান্য আহত হন। পরে মাসুমকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আর কে

×