নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ থেকে এক দিন বয়সি এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে শহীদ মিনারের পাশে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম জানান, কয়েকটি কুকুর একটি পলিথিন ব্যাগ ধরে টানাটানি করছিল। তখন পথচারীরা পলিথিন খুলে সেটির ভিতরে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
এসআই আরও জানান, মরদেহটি পলিথিনের ভিতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। কে বা কারা নবজাতকের মরদেহটি কাপড় দিয়ে মুড়িয়ে পলিথিনে ভরে ফেলে রেখে গেছে, সেটি জানার চেষ্টা চলছে।
রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক যুবকের। আহত ওই যুবকের নাম জিসান (২৫)।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তেজগাঁও রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিন পথশিশু যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
তারা জানায়, জিসান তেজগাঁও রেলস্টেশন এলাকায় থাকে। পাশাপাশি ভাঙ্গারি সংগ্রহ করে। সে ঘুমের ট্যালেট খেয়েছিলো সকালে। ঘুম ঘুম চোখে জিসান রেললাইন পার হওয়ার সময় কমলাপুর রেলস্টেশন গামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে। এতে তার একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটি পাও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া মুখমন্ডল ও মাথায় আঘাত আছে।
পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া পা'টি পলিথিন ব্যাগে ভরে হাসপাতালে নিয়ে আসে ওই পথশিশুরা।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, জিসান নামে ওই যুবকের অবস্থা মুমূর্ষু। এই ঘটনায় তার একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আর কে