ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।
রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
শনিবার দিবাগত রাত পৌনে এগারোটার দিকে ঢাকা রেলওয়ে থানা পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিদা খানম উল্লেখ করেন, মহাখালী রেলগেট ও সৈনিক ক্লাবের মাঝামাঝি এলাকার রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এসআই আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিলো পেস্ট কালারের পাঞ্জাবি, হলুদ সোয়েটার ও আকাশী-নীল রঙের চেক লুঙ্গি। তার পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে। ময়নাতদন্ত শেষে লাশ আপাতত মর্গের মর্চুয়্যারীতে রাখা হবে।
আর কে