ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

ঢাকায় সমাবেশে যোগ দিতে আসা সাতটি গাড়ি আটক!

প্রকাশিত: ১২:১১, ২৫ নভেম্বর ২০২৪

ঢাকায় সমাবেশে যোগ দিতে আসা সাতটি গাড়ি আটক!

বাসগুলো জব্দ করা হয়।

ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এমন প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের শত শত নিরীহ নারী-পুরুষ, কিশোর-কিশোরীকে।

'অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ' নামক ভূঁইফোঁড় সংগঠন নামে একটি চক্র লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে ঢাকায় নিতে নিরীহ লোকজনকে এমন প্রলোভন দেয়।

রোববার (২৪ নভেম্বর) রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতোলা বাজারে কথিত ওই সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় যাত্রাকালে তিনটি যাত্রীবাহী বড় বাস ও চারটি মাইক্রোবাসসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষকে আটকে দিয়েছে স্থানীয় লোকজন। পরে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে ছুটে আসে কমলনগর থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল। পরে সেখান থেকে পুলিশ ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। বাসগুলো জব্দ করা হয়।

স্থানীয় লোকজন জানায়, লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক গ্রামের নিরীহ লোকজনকে প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

জব্দকৃত 'ঢাকা এক্সপ্রেস' নামক একটি বাসের চালক মো. সোহেল জানান, আলমগীর ও সিরাজ নামে দুই ব্যক্তি ঢাকায় যেতে তাদের বাসটি ভাড়া করে। কিন্তু স্থানীয়রা গাড়িটি আটকের পর ওই দুইজন সটকে পড়েন।  

বাসযাত্রী নারী-পুরুষরা জানায়, একটি চক্র সোমবার (২৫ নভেম্বর) ঢাকার শাহবাগ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে তাদের উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা নিয়েছে এক হাজার টাকা। ঋণপ্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম সোমবার সকালে বলেন, 'অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ' নামে একটি সংগঠনের নাম করে একটি প্রতারক চক্র ঢাকাতে সমাবেশ করার জন্য লোকজন জড়ো করছে। ঢাকাতে যে সমাবেশ, মূলত সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে সেটির ডাক দেওয়া হয়েছে।ডিএমপি থেকে কোনো ধরনের অনুমতি নেয়নি তারা।

তিনি বলেন, খবর পেয়ে আমরা সাতটি গাড়ি জব্দ করেছি। জিজ্ঞাসাবাদের জন্য ১১ জনকে আটক করা হয়েছে।

 

আর কে

×