ছবি: সংগৃহীত
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা ৫ ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করার পর অবশেষে প্রতিবাদী শিক্ষার্থীরা অবস্থান ত্যাগ করেছেন। সোমবার বিকেল ৪টার দিকে, পূর্বঘোষিত সময় অনুযায়ী, শিক্ষার্থীরা সড়ক থেকে সরে কলেজের দিকে ফিরতে শুরু করেন।
এদিন সকাল ১১টার দিকে কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে আমতলী হয়ে রেলগেট এবং আশপাশের সড়কে অবস্থান নেন। তাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল না—বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেলপথে দুটি ট্রেন থামাতে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে নারী ও শিশু সহ বেশ কয়েকজন আহত হন। তবে, পরিস্থিতি যতই উত্তপ্ত হোক না কেন, শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখেন এবং তাদের মূল দাবি—তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর—নিয়ে দৃঢ় অবস্থানে ছিলেন।
এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় যানজট ও রেলপথে দুর্ভোগ সৃষ্টি হলেও, আন্দোলনকারীরা তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে।
এদিকে, জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে সরকার শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলোচনা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে ডেকে পাঠায়। এরপর ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থিত হয়। প্রতিনিধি দলের সদস্যরা হলেন— মেহেদী হাসান, মাহামুদুল হাসান, জাহাঙ্গীর সানি, আমিনুল, নুর উদ্দিন জিসান, কাউসার আহমেদ, মোশারফ হোসেন, তোহা, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ রনি, আব্দুল হামিদ এবং নিরব হোসেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীরা জানিয়েছেন, পরবর্তী কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।
নুসরাত