গ্রেফতারকৃত চারজন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উত্তরা সার্কেল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিন রাতের অভিযানে ঢাকা মহানগরের বিভিন্ন স্থান থেকে একজন মাদকসেবীর সূত্র ধরে সংশ্লিষ্ট খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতাসহ মূলহোতাকে ১১০৬০(এগারো হাজার ষাট) পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
১৪ নভেম্বর, দুপুর ১২ টা ৩০ মিনিট এর সময় তুরাগ থানা দিন বাউনিয়া এলাকা থেকে ইয়াবা সেবী বুলবুল আহমেদকে ২০পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানাধীন কাওলা এলাকাস্থ সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টার হতে ইয়াবার খুচরা ব্যবসায়ী সজল আমিনকে ইয়াবার ৪০ পিস ইয়াবাসহ ০২.০০ ঘটিকায় আটক করা।
খুচরা ব্যবসায়ী সজল আমিনকে ব্যাপক হারে জিজ্ঞাসাবাদ করা হলে তার তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর- ৯, বাসা- -৬/এ থেকে পাইকারি ইয়াবা বিক্রেতা হিরণ মিয়াকে ১০০০ পিস ইয়াবাসহ বিকাল ১৭ ঘটিকায় আটক করা হয়। পাইকারি ব্যবসায়ী হিরন মিয়াকে বিভিন্ন কৌশলে আশ্রয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি মূল হোতার তথ্য দিতে রাজি হন। ইয়াবার পাইকারি ব্যবসায়ী হিরন মিয়ার তথ্যের ভিত্তিতে গতরাতেই উত্তরা থানাধীন সেক্টর- ০৯, রোড -২ বাসা নম্বর ৩৮ এ ব্যাপক তল্লাশির পর তালাবদ্ধ ড্রয়ার থেকে দশ হাজার পিস ইয়াবা উদ্ধারপূর্বক মূল হোতাদের একজন জনাব আবুল হোসেন ওরফে হাসানকে হাতেনাতে গ্রেফতার করা হয়,অপর একজন মূল হোতা জনাব রবিউল ইসলামকে পলাতক আসামি করা হয়েছে । জিজ্ঞাসাবাদে জানা যায়, এই সিন্ডিকেটটি দীর্ঘদিন যাবত কক্সবাজারের টেকনাফ এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় উঠতি বয়সের তরুণ তরুণীসহ বিভিন্ন শ্রেণীর লোকজনের কাছে ইয়াবা বিক্রি করছিল।
অভিযুক্তদের বিরুদ্ধে উত্তরা সার্কেল পরিদর্শক বেলায়েত হোসেন ও উপ পরিদর্শক জেরিন সুলতানা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় বিধি মোতাবেক মামলা দায়ের করেন।
শিহাব