গ্রেপ্তারের পর তাজুল ইসলামে কেন্দুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১৪ (কিশোরগঞ্জ) এর একটি আভিযানিক দল বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার ধানমন্ডির ইবনেসিনা হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বাহিনীটির মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, কেন্দুয়া উপজেলা সদরের থানা গেইট এলাকার তানজিম শপিং পয়েন্ট এন্ড গিফট কর্নার নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোবারক হোসেন গত ২১ আগস্ট স্থানীয় থানায় তাজুল ইসলামসহ কিছু সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। তাজুল ইসলাম ওই মামলার ৭নং আসামি। মামলায় বাদি উল্লেখ করেন, আসামিরা গত ২৮ জুলাই তার দোকানে হামলা, ভাঙচুর ও ৩৪ লাখ টাকার মালামাল লুট এবং ত্রাস সৃষ্টি করেন। মামলা দায়েরের পর থেকে তাজুল ইসলাম আত্মগোপনে ছিলেন।
র্যাব কর্মকর্তা আব্দুল হাই চৌধুরী জানান, গ্রেপ্তারের পর তাজুল ইসলামে কেন্দুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই মামলার অন্য আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আর কে