ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

মীর গ্রুপ ও এসএসএলকমার্জের ডিজিটাল পেমেন্ট গেটওয়ে সেবার সমঝোতা স্মারক

প্রকাশিত: ১৭:১৪, ৬ নভেম্বর ২০২৪

মীর গ্রুপ ও এসএসএলকমার্জের ডিজিটাল পেমেন্ট গেটওয়ে সেবার সমঝোতা স্মারক

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

মীর গ্রুপ অফ কোম্পানিজ এবং এসএসএলকমার্জ ৩ নভেম্বর একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে, যার মাধ্যমে মীর গ্রুপের অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানকারী হিসেবে এসএসএলকমার্জকে আনুষ্ঠানিকভাবে নিযুক্ত করা হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে মীর গ্রুপের বিভিন্ন ব্যবসা খাতে ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুযোগ তৈরি হয়েছে, যা তাদের ডিজিটাল সক্ষমতা শক্তিশালী করার প্রতিশ্রুতিকে আরও সুসংহত করে।

মীর গ্রুপের প্রধান কার্যালয়, মহাখালী ডিওএইচএস, ঢাকায় এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

এসএসএলকমার্জের ডিরেক্টর রায়ান এস. ইসলাম এবং মীর গ্রুপ অফ কোম্পানিজের ম্যানেজিং ডিরেক্টর নাবা ই. জহির তাদের প্রতিষ্ঠানগুলির পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যার মধ্যে ছিলেন এসএসএলকমার্জের প্রধান কর্মকর্তা সাগির আহমেদ, এসএসএলকমার্জের ম্যানেজার মো. নাইমুর রহমান, মীর সিমেন্ট লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা মো. মিরাজ উদ্দিন, মীর সিমেন্ট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা হাফিজুল আদিথ এবং মীর গ্রুপ অফ কোম্পানিজের প্রধান অডিট ও কমপ্লায়েন্স কর্মকর্তা সুদীপ অধিকারী।

অনুষ্ঠানে রায়ান এস. ইসলাম দুই প্রতিষ্ঠানের টেকসই, কার্যকরী এবং দক্ষ ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম নির্মাণের অভিন্ন দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। এই অংশীদারিত্ব বাংলাদেশকে একটি ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে নিতে উভয় প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টাকে প্রতিফলিত করে, যা ব্যবসা এবং ভোক্তাদের জন্য সুফল বয়ে আনবে।

নাবা ই. জহির উল্লেখ করেন যে এই অংশীদারিত্ব মীর গ্রুপের ডিজিটাল পেমেন্ট সলিউশনগুলোর মাধ্যমে শেষ ব্যবহারকারীদের সাথে সংযোগ স্থাপন করার সক্ষমতাকে আরও উন্নত করবে। তিনি কোম্পানির উদ্ভাবন এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির প্রতিশ্রুতিকে প্রকাশ করেন, যা বাজারে গুরুত্ব বৃদ্ধি এবং নতুন সুযোগ অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করে।
 

এসআর

×