ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চলে গেলেন ৫ আগস্ট আন্দোলনে আহত রমজান

প্রকাশিত: ০২:২১, ১০ অক্টোবর ২০২৪

চলে গেলেন ৫ আগস্ট আন্দোলনে আহত রমজান

রাজধানীর গুলিস্তানে লাঠির আঘাতে আহত হওয় রমজান মিয়া জীবন (২৬) নামে এক যুবক মারা গেছেন।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর গুলিস্তানে লাঠির আঘাতে আহত হওয় রমজান মিয়া জীবন (২৬) নামে এক যুবক মারা গেছেন।  

বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জীবনের মামা মো. রোকন জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাঠানবাড়ি গ্রামে। ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাহারা খাতুনকে নিয়ে মিরপুর ১১ নম্বর সেকশনেল লালমাটিয়া এলাকায় থাকতেন। বংশাল আলুবাজারে জুতার কারখানায় কাজ করতেন জীবন।

তিনি আরও জানান, গত ৫ আগস্ট গুলিস্তান আওয়ামী লীগের পার্টি অফিস এলাকায় মিছিল নিয়ে গিয়ছিলেন জীবন। সেখানে আওয়ামীপন্থিদের লাঠির আঘাতে আহত হন জীবন। ওইদিনই পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। পরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে স্বজনরা তাকে দেখতে পান। দুই মাস চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বারাত

×