ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পোপ ফ্রান্সিসের ১০টি উক্তি, যা আপনার হৃদয়কে স্পর্শ করবে!

প্রকাশিত: ১৯:১৯, ২১ এপ্রিল ২০২৫

পোপ ফ্রান্সিসের ১০টি উক্তি, যা আপনার হৃদয়কে স্পর্শ করবে!

ছবিঃ সংগৃহীত

২০২৫ সালের ২১ এপ্রিল, রোমে ৮৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি ছিলেন ইতিহাসের প্রথম লাতিন-আমেরিকান ও যাজুয়িত (Jesuit) পোপ। এক বিশৃঙ্খল, কিন্তু পরিবর্তনময় সময়ের মধ্যে দিয়ে তিনি তার মারা যাওয়ার আগ পর্যন্ত ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছেন। তাঁর এমন ১০টি উক্তি রয়েছে, যা আমাদের ভাবাবে, নাড়া দেবে, ও অনুপ্রাণিত করবে:

১. ‘কারো যদি ঈশ্বরকে খোঁজার সদিচ্ছা থাকে, সে একজন সমকামী হলেও আমি তাকে বাধা দেওয়ার কেউ না’

২০১৩ সালের ২৯ জুলাই, এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি। এর মধ্য দিয়ে সহনশীলতা ও মানবিকতার নতুন এক দরজা খুলে দিয়েছিলেন তিনি।

২. ‘একটু সহনশীলতা পৃথিবীকে সুন্দর ও আরও ন্যায়পরায়ণ করে তোলে।’

১৭ মার্চ ২০১৩ তে এই কথাটি বলেছিলেন তিনি। মূলত নবনির্বাচিত পোপের কাছ থেকে প্রথম বার্তাই ছিল: সহনশীলতা ।

৩. ‘খাবার নষ্ট করা মানে গরিবের টেবিল থেকে চুরি করা।’

একই বছরের পাঁচ জুন তার বলা এই কথাটি দিয়ে তিনি আমাদের ভোগবাদী মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

৪. ‘ভবিষ্যতের নাম আছে—আর তার নাম হলো আশা।’

২৬ এপ্রিল ২০১৭, TED Talk-এ এথা বলেন তিনি। বিপর্যয়ের মাঝেও পোপ আশা দেখাতে ভুল করেননি।

৫. ‘এটি শুধু পরিবর্তনের যুগ নয়, বরং একটি যুগের পরিবর্তন।’

১০ নভেম্বর ২০১৫ সালের কথা এটি। সময়ের বাস্তবতাকে সাহসের সাথে তুলে ধরেছিলেন।

৬. ‘চার্চের সবচেয়ে দরকারি কাজ হলো ক্ষত সারানো… আমি চার্চকে যুদ্ধ-পরবর্তী হাসপাতালের মতো দেখি।’

২১ সেপ্টেম্বর ২০১৩ তে এই কথা অনেকের কাছে আদর্শ। ধর্ম নয়, প্রথমে দরকার সহানুভূতি ও সেবা—এটাই তাঁর মূলমন্ত্র।

৭. ‘যা কিছু ঈশ্বর আমাদের দিয়েছেন, তা ভালোবাসা দিয়ে রক্ষা করা উচিত।’

এ কথা তিনি বলেছিলেন,১৯ মার্চ ২০১৩ তে। তিনি মানুষ ও প্রকৃতিকে একসূত্রে বেঁধেছিলেন।

৮. ‘মানব পাচার হলো আধুনিক সমাজের এক উন্মুক্ত ক্ষত… এটি মানবতার প্রতি অপরাধ।’

১০ এপ্রিল ২০১৪ সালের এই উক্তি বলে দেয়, মানবাধিকারের পক্ষে ছিলেন তিনি সবসময়।

৯. ‘যুদ্ধ হলো উন্মাদনা। যুদ্ধ মানেই পরাজয়। আর নয়, অনুগ্রহ করে এসব বন্ধ করুন!’

১৩ সেপ্টেম্বর ২০১৪ তে এভাবেই বিশ্বশান্তির ডাক দেন তিনি। কখনও এত সরাসরি কেউ এটা বলেনি।

১০. ‘প্রত্যেক অভিবাসীর একটি নাম আছে, একটি মুখ আছে, একটি গল্প আছে।’

১৭ সেপ্টেম্বর ২০১৬, এই দিনটিতে তিনি সংখ্যার চেয়ে মানুষের গল্পকে গুরুত্ব দিয়ে এ কথাটি বলেছিলেন।

পোপ ফ্রান্সিস শুধু কথা বলেননি, জীবনে তা বাস্তবেও করে দেখিয়েছেন। হোটেলের বিল নিজে মেটানো, গৃহহীনদের সঙ্গে জন্মদিন পালন, শিশু শরণার্থীকে কোলে তুলে নেওয়া… তিনি ছিলেন করুণার জীবন্ত প্রতিমূর্তি। বিশ্বজুড়ে তাঁর রেখে যাওয়া বার্তা আমাদের স্মরণ করিয়ে দেয়, সহানুভূতি শুধু উচ্চারণের জন্য নয়, প্রয়োগের জন্য।

সূত্রঃ ডেইলি মোটিভেশন নিউজ

 

আরশি

×