ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পোপ ফ্রান্সিস: এক মানবিক নেতৃত্বের প্রতীক

প্রকাশিত: ১৮:১৯, ২১ এপ্রিল ২০২৫

পোপ ফ্রান্সিস: এক মানবিক নেতৃত্বের প্রতীক

ছবিঃ সংগৃহীত

পোপ ফ্রান্সিস, যাঁর আসল নাম জর্জ মারিও বার্গোলিও, জন্মগ্রহণ করেন ১৭ ডিসেম্বর ১৯৩৬ সালে আর্জেন্টিনার বুয়েনস আইরেস শহরে। তিনি ২০১৩ সালে ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনিই প্রথম লাতিন আমেরিকান ও জেসুইট পোপ। তাঁর নির্বাচনের মাধ্যমে ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হয়।

পোপ ফ্রান্সিস বিশ্বের সকল ধর্ম, বর্ণ ও জাতির মানুষের মধ্যে সহানুভূতি, মানবতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন। তিনি খুবই সাধারণ জীবনযাপন পছন্দ করতেন, বিলাসিতা পরিহার করতেন এবং সব সময় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়া্নোর চেষ্টা করতেন।

এর পাশাপাশি তিনি পরিবেশ রক্ষার ব্যাপারে খুবই সচেতন। তাঁর লেখা ‘Laudato Si’ (প্রশংসা হোক তোমার প্রতি) নামক চিঠিতে তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে সচেতনতা ছড়াতে চেয়েছেন।

এছাড়াও তিনি নারী-পুরুষের সমতা, শরণার্থীদের অধিকার, এবং বিভিন্ন ধর্মের মধ্যে পারস্পরিক সম্মান ও সংলাপকে গুরুত্ব দিয়ে চলেছেন। তিনি কঠোর নিয়মের বদলে ভালোবাসা, ক্ষমাশীলতা ও সহানুভূতির উপর জোর দিয়েছেন আজীবন।

সবমিলিয়ে, পোপ ফ্রান্সিস কেবল খ্রিস্টান ধর্মাবলম্বীদের নেতা নন, বরং তিনি আজকের বিশ্বের এক অনন্য মানবিক নেতায় পরিণত হয়েছিলেন। তিনি এমন একজন নেতা ছিলেন, যিনি তার জীবনদশায় ভালোবাসা, শান্তি ও ন্যায়ের বার্তা বহন করে চলেছেন প্রতিনিয়ত। সততা, নিষ্ঠা আর সাহসে ভরপুর এই মানুষটির প্রতি শ্রদ্ধা।

আরশি

×