
ছবিঃ সংগৃহীত
আপনি হয়ত কোনো বন্ধু বা আত্মীয়কে সাহায্য করার উদ্দেশ্যে কোনো কিছু না ভেবেই তাদের ব্যাংক গ্যারেন্টর হতে রাজি হচ্ছেন। আর ভাচ্ছেন, এতে আপনার কী বিপদ হবে? আপনি তো আর টাকা নিচ্ছেন না। কিন্তু আপনি টাকা না নিলেও আপনিও পড়তে পারেন নানাবিধ বিপদে।
কারো ব্যাংক গ্যারেন্টর হওয়ার মানে ব্যাংককে আপনি এটা বিশ্বাস করাচ্ছেন যে ব্যাংকের লোন দেওয়া এই টাকা সঠিক সময়ে ফেরত দেওয়া হবে, যার নিশ্চয়তা হিসেবে ব্যাংকের সামনে আপনি নিজেকে (যাবতীয় সম্পত্তিসহ) উপস্থাপন করছেন।
এক্ষেত্রে যে লোন নিচ্ছে (ঋণ গ্রহীতা), তার যেসব দায়-দায়িত্ব নিতে হবে, ঠিক একই পরিমাণ দায়-দায়িত্ব ব্যাংক গ্যারেন্টরকেও নিতে হবে। যদি কোনো কারণে ঋণ গ্রহীতা ঋণের টাকা দিতে অসমর্থ হয়, তবে সবার আগে ব্যাংক গ্যারেন্টরকেই এ দায় নিতে হবে। এক্ষেত্রে পরিস্থিতি প্রতিকূলে গেলে ব্যাংক গ্যারেন্টরকে জেলে পর্যন্ত যেতে হতে পারে।
তাই অন্য কারো ব্যাংক গ্যারেন্টর হওয়ার আগে পর্যাপ্ত যাচাই-বাছাই করে, বিপদ সম্পর্কে জেনে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে।
সূত্রঃ https://www.facebook.com/share/v/1AGbVeEHFr/
আরশি