
ছবি: সংগৃহীত
আমের বাম্পার ফলন চায় না এমন চাষি পাওয়া দুষ্কর। সঠিক পদ্ধতি অনুসরণ করলে সহজেই পাওয়া যায় বেশি ফলন ও ভালো মানের আম। চলুন জেনে নিই কী করলে আমের ভালো ফলন সম্ভব।
আমের ভালো ফলন পেতে শুরুতেই সঠিক পরিমাণে সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। শুকনো মৌসুমে সেচ এবং বর্ষাকালে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখতে হবে। এছাড়া বিভিন্ন পোকা, গুঁটি ঝরা রোধে ছত্রাকনাশক পানিতে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে।
এর পরই সঠিক জাত নির্বাচন করা জরুরি। জায়গা ও জলবায়ুর উপযোগী উন্নত জাত যেমন হিমসাগর, ল্যাংড়া বা আম্রপালি নির্বাচন করুন। তাছাড়া ব্যানানা ম্যাঙ্গো নামের আরও একটি জাত রয়েছে, যা চাষ করে ইতিমধ্যেই এক চাষি বেশ লাভবান হয়েছে বলে জানা যায়।
তিনি কীভাবে এ জাতের সন্ধান পেলেন জানতে চাইলে, তিনি জানান ইউটিউবে জাতটি সম্পর্কে জানার পর এ জাতটি চাষে আগ্রহ জন্মে। পরে সাহায্য নিয়ে চাষ শুরু করেন ও লাভবান হন।
তিনি গাছের জন্য আলাদা কোনো যত্ম নেন কীনা জানতে চাইলে, তিনি বলেন, ‘অনেক ভালো নিষ্কাশন ব্যবস্থা করা দরকার। এটা করার জন্য কৃষি উপ-সহকারীর সাহায্য নিয়েছি।’ তাছাড়া হকার পোকা ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট পরিমাণে ইউরিয়া সারের ব্যবহার জরুরি বলে জানান তিনি।
ইদানিং ব্যানানা ম্যাঙ্গো আম প্রতি সিজনে বেশ ভালো পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু এখন কিটনাশকের দাম অনেক বেশি, তাই অল্প খরচে লাভবান হতে এই জাতের চাষ করা যেতে পারে।
সূত্র: https://www.facebook.com/reel/189654417111797
আরশি