
ছবিঃ সংগৃহীত
মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু। হিংসা-বিদ্বেষ কিংবা ব্যক্তিগত ক্ষোভ থেকে কেউ কেউ অন্যের ক্ষতি করতে জাদুটোনার আশ্রয় নেন। আখিরাত ভুলে তাঁরা পার্থিব স্বার্থে জিন ও অন্য উপাদানের মাধ্যমে কালো জাদু করেন।
কালো জাদুর লক্ষণসমূহ
১. জাদুগ্রস্ত ব্যক্তি কোরআন তিলাওয়াতে অস্বস্তি বা অক্ষমতা অনুভব করেন।
২. মাথাব্যথা হয় খুব তীব্রভাবে।
৩. হঠাৎ করে কান্না শুরু হয়ে যায় বা চোখ দিয়ে পানি ঝরে।
৪. একা থাকতে বেশি পছন্দ করেন।
৫. ক্ষুধা কমে যায়।
৬. শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন।
৭. ঘন ঘন হাই তোলেন ও অলসতা ভর করে থাকে।
করণীয় ও প্রতিকার
- প্রতিদিন সকালে ও সন্ধ্যায় দোয়া পড়া উচিত।
- সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রতিটি ৩ বার করে পড়ে পানিতে ফুঁ দিয়ে পান করা যায়।
- আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় এই আয়াতগুলো পড়ে জাদুগ্রস্ত ব্যক্তির উপর ফুঁ দেওয়া যেতে পারে।
- বাড়িতে নিয়মিত সূরা বাকারা পাঠ করলে সেখানে জাদুর প্রভাব পড়ে না।
মারিয়া