ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

দক্ষিণ আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল শহরগুলো সম্পর্কে জানেন কি?

প্রকাশিত: ১৭:৪৬, ১৫ এপ্রিল ২০২৫

দক্ষিণ আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল শহরগুলো সম্পর্কে জানেন কি?

ছবিঃ সংগৃহীত

এই তালিকায় দক্ষিণ আমেরিকার সেই বড় শহরগুলো রয়েছে যেখানে বসবাস খরচ সবচেয়ে বেশি। যারা এক্সপ্যাট, ডিজিটাল নোম্যাড বা ইনভেস্টর, সবার জন্যই এই তথ্য দরকারী বলা যায়। শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকা নিচে দেখে নিন।

 

১. মন্টেভিডিও, উরুগুয়ে

এ শহরে এক বেডরুমের ফ্ল্যাট ভাড়া প্রায় ৬০০ ডলার। আর পরে মাসিক পরিবহন খরচ ৪০ ডলার করে। এটা ছোট শহর, নিরাপদ ও সাজানো, কিন্তু খুব ব্যয়বহুল।

২. সাও পাওলো, ব্রাজিল

এ শহরে এক বেডরুমের ফ্ল্যাট ভাড়া পড়ে ৫০০ ডলার করে। কিন্তু খাবার ও ইউটিলিটি খরচ বেশি এখানে। এটা ব্রাজিলের বানিজ্যিক রাজধানীচাকরি আছে, কিন্তু খরচও আকাশছোঁয়া।

৩. সান্তিয়াগো, চিলি

ফ্ল্যাট ভাড়ার ক্ষেত্রে এখানে ৫৫০ ডলার করে খরচ হইয়। আর পরিবহনে ৪৫ ডলার করে। নিরাপদ, পরিষ্কার, মডার্ন শহরকিন্তু ব্যয়বহুল।

৪. রিও ডি জেনেইরো, ব্রাজিল

এখানে ফ্ল্যাট ভাড়া পড়ে ৪৫০ ডলার। আর খাবারে যায় ৭ ডলার করে। এটা বেশ সৌন্দর্যমন্ডিত। এ কারণে ট্যুরিস্ট ভিড় করায় সবকিছুর দাম বেশি।

৫. বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা

এখানে ফ্ল্যাট ভাড়া ফ্ল্যাট ভাড়া ৪০০ ডলার। সাথে পরিবহন খরচ ২০ ডলার। সংস্কৃতির শহর, কিন্তু অর্থনৈতিক অনিশ্চয়তা প্রবল।

৬. বেলো হরিজন্তে, ব্রাজিল

এখানে ফ্ল্যাট ভাড়া ৩৫০ ডলার। আর খাবারও সাশ্রয়ী। বড় শহরের সুবিধা হলো এই যে খরচ কম পড়ে।

৭. পোর্তো অ্যালেগ্রে, ব্রাজিল

এখানে ফ্ল্যাট খরচ ৩০০ ডলার। পরিবহন ৩৫ ডলার। কৃষিভিত্তিক অর্থনীতি, দামে সস্তা, লাইফস্টাইলও শান্ত।

৮. ব্রাসিলিয়া, ব্রাজিল

এখানে ফ্ল্যাট খরচ ৪০০ ডলার। আর ইউটিলিটি পড়বে ৯০ ডলার। সরকারি শহর, পরিকল্পিত কিন্তু ব্যয়বহুল।

৯. লিমা, পেরু

এখানে ফ্ল্যাট খরচ ৪৫০ ডলারের মতো। আর খাবার খরচ ৪ ডলার। তবে পর্যটন এবং বাণিজ্য সব মিলিয়ে ব্যয়বহুল হইয়ে পড়ছে।

১০. সালভাদর, ব্রাজিল

এখানে ফ্ল্যাট খরচ পড়বে ২৫০ ডলার। আর খাবার খরচ খুবই সস্তা। সংস্কৃতি ও সমুদ্রতীরের শহরের ব্যায়ের দিক থেকে এ শহর সবচেয়ে কম ব্যয়বহুল।

সূত্রঃ ডেইলি মোটিভেশন নিউজ

আরশি

×