
ছবিঃ সংগৃহীত
মো.আসাদুল্লাহ, ডেমরা, ঢাকা
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ২০২৫ সালে ব্যবহারকারীদের জন্য এনেছে ১২টি নতুন ফিচার। এই ফিচারগুলো গ্রুপ চ্যাট, ভিডিও কল, নিরাপত্তা এবং ব্যবহারযোগ্যতার ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে। তবে আপডেটের এ সুসংবাদের সাথে রয়েছে একটি দুঃসংবাদও। ২০২৫ সালের ৫ মে থেকে পুরনো কিছু আইফোন মডেলে নতুন ফিচারযুক্ত হোয়াটসঅ্যাপ আর চলবে না।
নতুন ফিচারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো গ্রুপ চ্যাটে সরাসরি ইভেন্ট তৈরির সুবিধা। এখানে গ্রুপ সদস্যরা ইভেন্টের নাম, সময়, স্থান, বিবরণ এবং হোয়াটসঅ্যাপ কল লিংকসহ একটি পূর্ণাঙ্গ ইভেন্ট তৈরি করতে পারবেন, যা গ্রুপ ইনফো পেজেও দেখা যাবে। এছাড়া আরও একটি বড় পরিবর্তন এসেছে অনলাইন ইন্ডিকেটরে, যার ফলে দেখা যাবে গ্রুপে কতজন সদস্য সক্রিয়ভাবে অনলাইনে আছেন। নতুন ফিচারযুক্ত এ অ্যাপটি তাৎক্ষণিক যোগাযোগকে আরও গতিশীল করবে বলা যায়।
অ্যাপটিতে নোটিফিকেশন ব্যবস্থাপনাও আগের চেয়ে সহজ করা হয়েছে। এখন ব্যবহারকারীরা মেনশন, রিপ্লাই বা নির্দিষ্ট কন্টাক্ট থেকে আসা বার্তার জন্য নোটিফিকেশন আলাদা করে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য যুক্ত হয়েছে ‘+1 রিয়্যাকশন’ ফিচার। ভিডিও কলের মান উন্নত করে এইচডি কোয়ালিটি ও পিঞ্চ-টু-জুম সুবিধা যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে।
যারা অডিও শুনতে পারেন না বা শুনতে চান না, তাদের জন্য হোয়াটসঅ্যাপ এনেছে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচার, যার মাধ্যমে ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তর করে সরাসরি পড়া যাবে। এছাড়া কিউ-আর কোড স্ক্যান করে নতুন সদস্যকে গ্রুপে যুক্ত করার অপশন এবং আইফোন ব্যবহারকারীদের জন্য ইন-অ্যাপ ডকুমেন্ট স্ক্যানিং ফিচার চালু করা হয়েছে, যা সরাসরি স্ক্যান করে ডকুমেন্ট শেয়ার করার সুযোগ দিচ্ছে।
স্ট্যাটাস আপডেটেও এসেছে নতুনত্ব—পোল, কুইজ ও লিংক যুক্ত করার সুবিধা যোগ হওয়ায় এটি এখন আরও ইন্টারেক্টিভ হয়েছে। নিরাপত্তার দিক থেকে ‘সাইলেন্স আননোন কলারস’ ফিচারটি স্প্যাম কল রোধে কার্যকর ভূমিকা রাখবে। একই অ্যাকাউন্ট এখন চারটি ডিভাইসে ব্যবহারের সুযোগ দিচ্ছে ‘কম্প্যানিয়ন মোড’, এবং ডকুমেন্ট শেয়ারের সময় ক্যাপশন যোগ করার ফিচার শেয়ারের প্রাসঙ্গিকতা বাড়াবে।
অন্যদিকে, হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ২০২৫ সালের ৫ মে থেকে আইফোন ৫ এস, আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস মডেলে অ্যাপটির সাপোর্ট বন্ধ করে দেওয়া হবে। এসব ডিভাইসে সর্বোচ্চ আইওএস ১২.৫.৭ পর্যন্ত আপডেট করা গেলেও, নতুন ফিচারগুলো ব্যবহারের জন্য প্রয়োজন আইওএস ১৫.১ বা তার পরবর্তী সংস্করণ। ফলে, যারা এখনও এই পুরনো মডেলগুলো ব্যবহার করছেন, তাদের পরামর্শ দেওয়া হচ্ছে— সেটিংস > চ্যাটস > চ্যাট ব্যাকআপ-এ গিয়ে চ্যাট ব্যাকআপ নেওয়ার। এরপর নতুন বা আপডেটেড ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে আগের চ্যাট হিস্ট্রি পুনরুদ্ধার করা যাবে।
মো.আসাদুল্লাহ/ আরশি