ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

বিশ্বের শীর্ষ ১০ জনবহুল দেশ কোনগুলো, বাংলাদেশের অবস্থান কত

প্রকাশিত: ১৪:৫১, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:৫২, ৪ এপ্রিল ২০২৫

বিশ্বের শীর্ষ ১০ জনবহুল দেশ কোনগুলো, বাংলাদেশের অবস্থান কত

ছবি: সংগৃহীত

বিশ্বের মানচিত্রে জনসংখ্যার চিত্র দ্রুত বদলাচ্ছে। ২০২৪ সালের শেষ দিকের পরিসংখ্যান অনুযায়ী, ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, যেখানে বর্তমানে মানুষের সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ১৪৪ কোটি। দীর্ঘদিন শীর্ষে থাকা চীন এখন দ্বিতীয় স্থানে, যার জনসংখ্যা প্রায় ১৪১ কোটি।

এই ঘটনা শুধু সংখ্যার পরিবর্তন নয়—এটি বিশ্ব রাজনীতির, অর্থনীতির এবং সামাজিক ভারসাম্যের দিক থেকেও এক বিশাল বার্তা। বিশেষজ্ঞদের মতে, ভারতের এই ক্রমবর্ধমান জনসংখ্যা একদিকে যেমন বিশাল সম্ভাবনা, অন্যদিকে তা এক গুরুতর চ্যালেঞ্জও।

শীর্ষ ১০ জনবহুল দেশের তালিকা 

১. ভারত – ১৪৪ কোটি
২. চীন – ১৪১ কোটি
৩. যুক্তরাষ্ট্র – ৩৩.৯ কোটি
৪. ইন্দোনেশিয়া – ২৭.৭ কোটি
৫. পাকিস্তান – ২৪.১ কোটি
৬. নাইজেরিয়া – ২২.৩ কোটি
৭. ব্রাজিল – ২১.৭ কোটি
৮. বাংলাদেশ – ১৭.২ কোটি
৯. রাশিয়া – ১৪.৪ কোটি
১০. মেক্সিকো – ১২.৯ কোটি

বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে উল্লেখযোগ্য অবস্থানে। ছোট্ট আয়তনের মধ্যে ১৭ কোটির বেশি মানুষের বসবাস দেশটিকে জনসংখ্যার চাপের এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছে

কানন

×