ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ছবিতে প্রথমে সিংহ দেখলেন না গাছ? উত্তরই বলে দেবে প্রেমের সম্পর্কে আপনি কেমন

প্রকাশিত: ২১:২৭, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:২৭, ২ এপ্রিল ২০২৫

ছবিতে প্রথমে সিংহ দেখলেন না গাছ? উত্তরই বলে দেবে প্রেমের সম্পর্কে আপনি কেমন

ছবি: সংগৃহীত।

অপটিক্যাল ইলিউশন শুধু চোখের পরীক্ষা নয়, এটি মন ও মস্তিষ্কেরও একটি চ্যালেঞ্জ। সম্প্রতি এমনই একটি চোখের ধাঁধা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে একটি গাছ, যার পাতাগুলি এমনভাবে বিন্যস্ত যে দেখতে অবিকল সিংহের মুখের মতো মনে হয়। তবে প্রশ্ন হলো—আপনি প্রথমে কী দেখলেন? সিংহ নাকি গাছ? এই উত্তরই বলে দেবে আপনার চিন্তাভাবনা ও স্বভাব কেমন, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে।

যাঁরা প্রথমে সিংহ দেখলেন

যাঁরা ছবির দিকে তাকাতেই প্রথমে সিংহ দেখতে পান, তাঁরা স্বভাবগতভাবে বেশ বন্ধুত্বপূর্ণ এবং সামাজিক। এই ধরনের মানুষ সবার সঙ্গে মিশতে ভালোবাসেন এবং তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কি এড়িয়ে চলেন। তাঁরা অন্যের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করে বরং স্বাধীনতা দিতে পছন্দ করেন। প্রেমের সম্পর্কে তাঁরা বেশ আত্মবিশ্বাসী এবং প্রথমে প্রস্তাব দিতেও পিছপা হন না।

যাঁরা প্রথমে গাছ দেখলেন

যাঁরা প্রথমে গাছ দেখতে পান, তাঁরা সাধারণত একটু অন্তর্মুখী স্বভাবের হয়ে থাকেন। প্রথমে কারও সঙ্গে সহজে কথা বলতে না পারলেও একবার স্বচ্ছন্দ হয়ে গেলে প্রাণ খুলে কথা বলেন এবং হাসি-ঠাট্টায় মেতে ওঠেন। প্রেমের ক্ষেত্রে তাঁরা সরাসরি প্রস্তাব দেওয়ার চেয়ে সূক্ষ্ম ইঙ্গিতের মাধ্যমে অনুভূতি প্রকাশ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

এই অপটিক্যাল ইলিউশন শুধু বিনোদনমূলকই নয়, বরং এটি আমাদের ব্যক্তিত্ব ও মনস্তত্ত্ব সম্পর্কেও কিছুটা ধারণা দিতে পারে।

সায়মা ইসলাম

×