
প্রতিষ্ঠার অষ্টম বর্ষপূর্তি এবং নবম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে প্রেসবার্তা প্রেরণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর হতে নিবন্ধনপ্রাপ্ত সমাজসেবাধর্মী প্রতিষ্ঠান ‘সঞ্জীবন যুব সংস্থা’।
সোমবার (১০ মার্চ) সঞ্জীবন যুব সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল স্বাক্ষরিত এই প্রেস বার্তায় বলা হয়, “প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজে বুদ্ধিবৃত্তিক চর্চা, মানবিক গুণাবলীর বিকাশ ও প্রসার এবং তরুণদের ক্ষমতায়নের বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সঞ্জীবন। গত আট বছরে বিনামূল্যে রক্তদান কর্মসূচি, ফ্রী স্বাস্থ্য ক্যাম্পেইন, বিভিন্ন সমসাময়িক ও দিবস ভিত্তিক ইস্যুতে জাতীয় পরিসরে ইভেন্ট আয়োজন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, খাদ্য ও ত্রাণ সহায়তা বিতরণ এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম সহ নানাবিধ উদ্যোগ গ্রহণ এবং সফলতার সঙ্গে বাস্তবায়ন করেছি আমরা।”
বার্তায় আরও বলা হয়, “দেশব্যাপী সঞ্জীবনের ত্রিশের অধিক জেলা কমিটি, প্রায় শ’খানেক উপজেলা কমিটি এবং দশটিরও বেশি বিশ্ববিদ্যালয় কমিটিতে ছয়শ’র বেশি কাউন্সিল সদস্য এবং হাজারের বেশি ভলান্টিয়ারের সমন্বয়ে আমরা আমাদের সুশীল সামাজিক কর্মকান্ড অব্যহত রেখেছি।”
ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে দেশব্যাপী আর্ত-মানবতার সেবায় আরও ব্যাপক পরিসরে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয় প্রেসবার্তাটিতে।
এছাড়াও, বিগত কিছুদিন ধরে চলে আসা মব-জাস্টিস, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দেশব্যাপী ধর্ষণ কান্ড এবং রাষ্ট্র ও সমাজের বর্তমান প্রেক্ষাপটে বিদ্যমান ‘সামাজিক-সাংস্কৃতিক অন্ধত্ব’ দূরীকরণে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন ও সচেতনতা তৈরীর বার্তা দেয়া হয় এতে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১০ মার্চ ময়মনসিংহ জেলা শহরে প্রতিষ্ঠিত হয় সঞ্জীবন যুব সংস্থা।
নুসরাত