ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

হানিট্রাপ ও নীরব আর্তনাদ বিষয়ে যা বললেন আবদুল্লাহ আল ইমরান

প্রকাশিত: ২০:২০, ৫ মার্চ ২০২৫; আপডেট: ২০:২০, ৫ মার্চ ২০২৫

হানিট্রাপ ও নীরব আর্তনাদ বিষয়ে যা বললেন আবদুল্লাহ আল ইমরান

লেখক আবদুল্লাহ আল ইমরান

সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ ও উদ্যোক্তা আবদুল্লাহ আল ইমরান আজ সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে 'হানিট্রাপ ও নীরব আর্তনাদ' শিরোনামে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি হানিট্রাপ কীভাবে কাজ করে এবং এর মাধ্যমে কীভাবে প্রতারণা করা হয়, তা বিস্তারিত তুলে ধরেন।

হানিট্রাপ কী?

হানিট্রাপ হল এক ধরনের প্রতারণামূলক ফাঁদ, যেখানে নারীদের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেইল করা হয়। পোস্টে তিনি উল্লেখ করেন, "মধুর লোভ দেখিয়ে যে ফাঁদ তৈরি করা হয়, সেটাই হানিট্রাপ। তবে এখানে 'মধু' বলতে নারীদের ব্যবহার করে আকর্ষণ সৃষ্টি করার কৌশল বোঝানো হয়েছে।"

প্রতারণার ঘটনা

আবদুল্লাহ আল ইমরান তার পোস্টে একটি ঘটনার উল্লেখ করেন, যেখানে 'শিমু শিকদার' নামে একটি ফেসবুক আইডি থেকে ভেরিফিকেশনের জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ওই আইডিতে লাখের ওপর ফলোয়ার থাকলেও তিনি সন্দেহ প্রকাশ করেন এবং গবেষণা করে দেখতে পান, সেখানে ব্যবহৃত সব ছবি একজন ভারতীয় স্থানীয় অভিনেত্রীর। পরে তদন্ত করে তিনি জানতে পারেন, ওই ভুয়া আইডি থেকে মিডিয়ার ব্যক্তিত্ব ও তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া হয়েছিল। এছাড়াও, ইমো ও অন্যান্য ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার কাজ চালানো হতো।

হানিট্রাপের বিস্তার

তার মতে, বিভিন্ন সময়ে ভারতীয় নাম ও মডেলদের পরিচয়ে ভুয়া আইডি খুলে ছেলে-মেয়ে উভয়কেই প্রতারণার ফাঁদে ফেলা হয়। ভিডিও কল বা চ্যাটিংয়ের স্ক্রিনশট নিয়ে ব্ল্যাকমেইলের ঘটনা এখন প্রায়শই ঘটছে। তিনি আরও বলেন, "এটা নতুন কিছু নয়, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর সময়েও ইহুদিরা মুসলমানদের পরাজিত করতে নারীদের প্রলোভন দেখাত। এটি সেই একই কৌশল।"

প্রতিরোধের উপায়

আবদুল্লাহ আল ইমরান পরামর্শ দেন, "এসব প্রতারণা থেকে বাঁচতে হলে সর্বদা সংযমী থাকা জরুরি। ঠিক যেমন রোজার মাসে সংযম পালন করা হয়, তেমনই সংযমী থাকতে হবে অনলাইনে। না হলে, হানিট্রাপের শিকার হওয়ার ঝুঁকি থেকেই যাবে।"

সায়মা ইসলাম

×