
ছবি: সংগৃহীত
বিএনপির "তিস্তা বাঁচানোর আন্দোলন" উত্তরবঙ্গের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন করে স্বপ্ন দেখছে এ অঞ্চলের জনগণ। স্ট্রাটেজি অ্যান্ড পলিসি ফোরামের এক গবেষণায় উঠে এসেছে, সামাজিক মাধ্যমে এই ইস্যুতে ৮৪.২৫% নেটিজেন ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন, যা আন্দোলনের সম্ভাবনা ও গ্রহণযোগ্যতার ইঙ্গিত দেয়।
গবেষণায় দেখা গেছে, ১৩.৮% নেটিজেন নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন, আর ২% ছিলেন নিরপেক্ষ। গবেষণাটি মূলত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ার প্রকাশনা, ইউটিউব, ফেসবুক, টুইটারসহ বিভিন্ন প্ল্যাটফর্মের মন্তব্য বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে।
পরিচালকদের প্রতিক্রিয়া স্ট্রাটেজি অ্যান্ড পলিসি ফোরামের পরিচালক(গণসংযোগ) মাহবুব নাহিদ বলেন, "তিস্তা বাঁচানোর আন্দোলন শুধু রাজনৈতিক নয়, এটি অর্থনৈতিক ও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ। আমাদের গবেষণায় স্পষ্ট হয়েছে, সাধারণ মানুষ এই উদ্যোগকে সমর্থন করছে এবং এটিকে সম্ভাবনাময় আন্দোলন হিসেবে দেখছে।"
ফোরামের আরেকজন পরিচালক(মার্কেটিং) মোঃ মেহেদী হাসান বলেন, "ডেটা বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখেছি, উত্তরবঙ্গের জনগণ দীর্ঘদিন ধরে তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। সামাজিক মাধ্যমে এর ব্যাপক ইতিবাচক সাড়া প্রমাণ করে, জনগণ কার্যকর পরিবর্তন চায়।"
গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জনগণের ব্যাপক সমর্থন পাওয়া গেলে আন্দোলনটি বৃহত্তর গণআন্দোলনে রূপ নিতে পারে, যা সরকারকেও সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করতে পারে।
সাবরিনা/শহীদ