ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

জন্ম নিবন্ধন আবেদনের জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র দরকার!

প্রকাশিত: ১১:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

জন্ম নিবন্ধন আবেদনের জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র দরকার!

ছবি: সংগৃহীত

জন্ম নিবন্ধন আবেদন বিষয়ে প্রয়োজনীয় কাগজ ও বিষয়াদির বিবরণ।

বয়স ০ হতে ৪৫ দিন হলে

১। ইপি.আই (টিকার) কার্ড

২। পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধন সহ জাতীয় পরিচয় পত্র কার্ড লাগবে।

৩। বাসার হোল্ডিং নাম্বার এবং চৌকিদারি ট্যাক্স এর রশিদ হাল সন লাগবে।

৪। আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর।

৫। ফরম এর সাথে ০১ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।

বয়স ৪৬ দিন হতে ৫ বছর হলে

১। ইপি.আই (টিকার) কার্ড/ স্বাস্থ্য কর্মীর প্রত্যয়ন পত্র স্বাক্ষর ও সীল সহ প্যাডে দিতে হবে।

২। পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধন সহ জাতীয় পরিচয় পত্র কার্ড লাগবে।

৩। প্রয়োজন ক্ষেত্রে স্কুল প্রধান শিক্ষকের প্রত্যয়ন সহ বিদ্যালয়ের প্রত্যয়নের প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে।

৪। বাড়ির হোল্ডিং নাম্বার এবং চৌকিদারি ট্যাক্স এর রশিদ হাল সন লাগবে।

৫। আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর। 

৬। ফরম এর সাথে ০১ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।

বয়স ৫ বছরের অধিক হলে

১। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি) শিক্ষাগত যোগ্যতার সনদপ্রত্র না থাকলে সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের স্বাক্ষর ও সীল সহ প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফরমের ০৭ (সাত) এর ১ নং কলামের স্বাক্ষর ও সীল বাধ্যতামূলক।

২। উল্লেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ এর পর সে ক্ষেত্রে পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক।

৩। উল্লেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ পূর্বে/আগে ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক।

৪। যদি জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে/আগে হয় সেক্ষেত্রে পিতা মাতা মৃত হলে মৃত্যু সনদ বাধ্যতামূলক।

৫। উল্লেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ এর পর তাদের পিতা মাতা মৃত হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহণ করার পর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ গ্রহণ উভয় সনদ আবেদন পত্রে সহিত দাখিল করতে হবে।

৬। বাড়ির হোল্ডিং নাম্বার এবং চৌকিদারি ট্যাক্স এর রশিদ হাল সন লাগবে।

৭। আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর। 

৮। ফরম এর সাথে ০১ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।

৯। আবেদনের সাথে সংযুক্ত ডকুমেন্ট পত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ইউপি সদস্য/ইউপি সদস্যা কর্তৃক স্বাক্ষর সহ সীল বাধ্যতামূলক।

১০। আবেদন এর সাথে সংযুক্ত ডকুমেন্ট আবেদন জমা দেওয়ার সময় মূল কপি প্রদর্শন করতে হবে।

১১। উপরোক্ত চাহিতব্য ডকুমেন্ট ছাড়া আবেদন পত্র কোন ক্রমেই গ্রহণযোগ্য নয়।

রিফাত

×