ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

ফটোকার্ড দেখে বিভ্রান্ত হন পিনাকী ভট্টাচার্য

প্রকাশিত: ১৭:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ফটোকার্ড দেখে বিভ্রান্ত হন পিনাকী ভট্টাচার্য

ছবি: সংগৃহিত

ফটোকার্ড দেখে বিভ্রান্ত হওয়ায় ফটোকার্ডের সত্যতা যাচাইয়ে কিউআর কোড সংযোজনের আহ্বান জানান পিনাকী ভট্টাচার্য।

ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক ফটোকার্ড প্রতিরোধে সংবাদমাধ্যমগুলোর জন্য নতুন একটি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি । তার মতে- সংবাদমাধ্যমগুলোর তৈরি প্রতিটি ফটোকার্ডে সংশ্লিষ্ট সংবাদের আসল লিংকের কিউআর কোড সংযুক্ত থাকবে, যাতে পাঠক সহজেই ফটোকার্ডের সত্যতা যাচাই করতে পারেন।

তিনি বলেন- “বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোকে সরকারের তথ্য মন্ত্রনালয় থেকে একটা নির্দেশনা দেয়া উচিৎ যে তারা যে সমস্ত ফটোকার্ড বানাবে সেটায় মুল নিউজের একটা কিউ আর কোড দেবে। ফলে ফটোকার্ড টা অথেন্টিক কিনা সেটা চেক করা যাবে সহজেই। ভুয়া ফটোকার্ড বানানো বন্ধ হবে। আমি নিজেই বিভ্রান্ত হয়ে যাই মাঝে মধ্যে ফটোকার্ড দেখে।”

পিনকী ভট্টাচার্য আরও বলেন- “সরকার থেকে না বললেও সংবাদমাধ্যমগুলোর এটা অনুসরণ করতে পারে। তাহলে কয়েকদিন পরপর আলাদা করে জানাতে হবেনা যে আমাদের নামে ছড়ানো এই ফটোকার্ড ভুয়া।”

ইসরাত জাহান

×