ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

বাবা- মায়ের শান্তির জন্য ভিক্ষা করে মসজিদে ৪০ হাজার টাকা দান

প্রকাশিত: ১১:০৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

বাবা- মায়ের শান্তির জন্য ভিক্ষা করে মসজিদে ৪০ হাজার টাকা দান

ছবি:সংগৃহীত

বাবা- মায়ের শান্তির জন্য ভিক্ষা করে মসজিদে ৪০ হাজার টাকা দান 

 


মসজিদে ভিক্ষা করে ৪০ হাজার টাকা দান করেছেন ভিক্ষুক শ্রীমতি বেগম।

 

সারাদিনের ভিক্ষা থেকে কিছুটা টাকা জমিয়ে, ১০/২০ টাকার নোট সংরক্ষণ করে তিনি এই বিপুল পরিমাণ টাকা মসজিদের উন্নয়নের জন্য দান করেন।

 

 

শ্রীমতি বেগম বলেন, “এটি আমার মা-বাবার আত্মার শান্তির জন্য, এবং আমি আল্লাহর মসজিদে দান করলাম।” কুমিল্লার লাকসাম পৌরসভার নশরথপুর মধ্য পাড়ার এক ছোট ঝুপড়ি ঘরে বাস করেন তিনি।

 

 

 

একসময় মানুষের বাড়িতে কাজ করলেও, শারীরিক অসুস্থতা এবং বার্ধক্যের কারণে বর্তমানে ভিক্ষা করেন। স্বামী পরিত্যক্তা এবং নিঃসন্তান ষাটোর্ধ্ব এই বৃদ্ধা এখন অন্যদের দয়ার উপর নির্ভরশীল। তার এই মহান দান দেখে গ্রামবাসী সহ মসজিদ কমিটির সকলেই অবাক হয়েছেন।

আঁখি

×