ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

অনলাইনে প্রথমবার জমির খাজনা পরিশোধের সহজ গাইডলাইন

প্রকাশিত: ১৯:০০, ৮ ফেব্রুয়ারি ২০২৫

অনলাইনে প্রথমবার জমির খাজনা পরিশোধের সহজ গাইডলাইন

প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এখন জমির খাজনা অনলাইনে দেওয়া সম্ভব, যা সময় এবং কষ্ট দুটোই সাশ্রয় করে। অনেকেই প্রথমবার অনলাইনে খাজনা দিতে গিয়ে বিভ্রান্তিতে পড়েন, কী কী কাগজপত্র লাগবে, কীভাবে আবেদন করতে হবে – এসব নিয়ে প্রশ্ন থাকে। তাই, অনলাইনে জমির খাজনা পরিশোধের জন্য কী কী প্রয়োজন এবং কীভাবে ধাপে ধাপে খাজনা দেওয়া যাবে, তা নিয়ে বিস্তারিত জানানো হলো।

প্রথমবার অনলাইনে খাজনা দিতে প্রয়োজনীয় ডকুমেন্টস
অনলাইনে জমির খাজনা দিতে হলে নিচের কাগজপত্র প্রস্তুত রাখতে হবে –

সর্বশেষ রেকর্ড/খারিজ খতিয়ানের কপি

পূর্ববর্তী দাখিলার কপি (যদি থাকে)

জাতীয় পরিচয়পত্রের কপি
জমির মৌজা, খতিয়ান নম্বর, হোল্ডিং নম্বর ও বিভাগ, জেলা, উপজেলা সংক্রান্ত তথ্য

গুরুত্বপূর্ণ নোট: যদি চার বছরের বেশি সময়ের বকেয়া থাকে এবং পূর্ববর্তী খাজনার রশিদ অনলাইন না হয়, তাহলে প্রথমবার ইউনিয়ন ভূমি অফিস থেকে খাজনা পরিশোধ করা উত্তম।

 

ধাপে ধাপে অনলাইনে জমির খাজনা পরিশোধ পদ্ধতি
ধাপ ১- ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন ( ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://ldtax.gov.bd )

ধাপ২- নাগরিক নিবন্ধন করুন ( মোবাইল নং, জন্ম তারিখ, আইডি নং দেয়ার পর ওটিপি নং পাবেন)

ধাপ ৩- প্রোফাইল সেটিং করুন ( প্রফাইলের তথ‍্যগুলি পুরন করুন)

ধাপ-৪ জমির খতিয়ান যুক্ত করুন

ধাপ-৫ হোল্ডিং ও ভূমি উন্নয়ন করের তথ্য পূরণ করুন

ধাপ-৬ পেমেন্ট অপশন সিলেক্ট করুন

ধাপ-৭  ই-পেমেন্ট করুন

ধাপ-৮ খাজনা রশিদ ডাউনলোড করুন

খতিয়ানে নাম থাকা যে কোন একজন খাজনা দিতে পারবেন।

ওয়ারিশান হলে ওয়ারিশ সনদ সংযুক্ত করে খাজনা দেয়া যাবে।

যাদের আইডি কার্ড নেই, তারা প্রতিনিধির মাধ্যমে খাজনা দিতে পারবেন, তবে প্রতিনিধিকে ন্যায্য প্রমাণপত্র দেখাতে হবে।খতিয়ানে থাকা সব জমির খাজনা দিতে হবে, আংশিক খাজনা দেয়ার নিয়ম নেই।

সূত্র: https://tinyurl.com/2p82bvda 

 

আফরোজা

×