ছবিঃ সংগৃহীত
ভালোবাসা খুব সুন্দর একটি সম্পর্ক। কিন্ত এই ভালোবাসতে গিয়ে যদি আপনি আপনার জ্ঞান, বুদ্ধি ও বিবেক সব বিসর্জন দেন, তাহলে সেটা কী ভালোবাসা?
এটা আসলে একটি অস্বাস্থ্যকর সম্পর্কের বন্ধন। একটি মোহগ্রস্থ মানুষ হয়ে গেছেন আপনি, যার জন্য আপনার বিবেক ও বুদ্ধি কাজ করছে না। এমন সম্পর্কে থাকলে সচেতনভাবে কোনো সিদ্ধান্তও নেয়া যায় না। কারণ সঙ্গীর উপর নির্ভরশীল হয়ে আছেন আপনি। যার জন্য সম্পর্কে সম্মানের জায়গা থাকে না আর।
যে কোনো সম্পর্কে সবকিছু নিয়ে চোখ-কান খোলা রাখতে হবে, ভালোমন্দ বুঝতে হবে। সঙ্গীর কোনো সিদ্ধান্তে একমত না হলে তার মতামতের বিরুদ্ধেও যেতে হবে। সম্মান বজায় রেখে নিজের মতামত জানানো উচিত। নিজের মতামত জানানো না গেলে সেই সম্পর্কে সম্মান থাকে না।
রিফাত