ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

আমাদের জীবনটা রান্নাঘরের মতো!

প্রকাশিত: ১২:২৮, ১ ফেব্রুয়ারি ২০২৫

আমাদের জীবনটা রান্নাঘরের মতো!

ছবিঃ সংগৃহীত

ধরুন আপনার বাড়িতে আজ অতিথি আসবে, কিচেনে নানা রকমের রান্নার ধুম। মসলার গন্ধে ঘর ভরে উঠেছে। তবে রান্না শেষে কিচেনের অবস্থা কেমন হয়, হাড়ি-পাতিল স্তূপ, ছিটে থাকা তেল-ঝোল সবমিলিয়ে যেন একেবারে অগোছালো। এবার কল্পনা করুন তো, এক রাতে আপনার রান্নার মেনু খুব সাধারণ, শুধু ডিম সিদ্ধ।

সেই রাতের শেষে কিচেন থাকে একেবারে পরিপাটি। কোন ময়লা নেই, সবকিছু ঝকঝকে। প্রশ্ন হলো- কোন দিনটির কিচেন বেশি গুরুত্বপূর্ণ। মানুষের জীবনও ঠিক এই কিচেনের মতো। যার জীবনের সংগ্রাম, পরিশ্রম আর চ্যালেঞ্জের পাল্লা বেশি তার জীবনে তেল-ঝোল লেগেই থাকে। 

তার প্রতিদিনের অভিজ্ঞতা, বাধা-বিপত্তি, আর সিদ্ধান্তগুলো তাকে ক্ষয় করে, তার উপর দাগ ফেলে যায়। অন্যদিকে যার জীবন সহজ ও চ্যালেঞ্জহীন, তার জীবন সবসময় থাকে ঝকঝকে ও পরিষ্কার। কিন্ত এটা কী সত্যিকারের জীবন?

নিজের জীবনকে একটু নেড়েচেড়ে দেখুন তো- ছোটবেলার কথা মনে করুন, স্কুলে আপনার গণিত বইটি কেমন ছিল,বইটি এত ব্যবহার করা হতো যে, পৃষ্ঠাগুলো থাকতো মলিন। কোথাও হয়তো ছিড়েও গেছে, অন্যদিকে কৃষি বইটি থাকতো নতুন। কারণ সেটি তখন কাজেই আসেনি।

মানুষের জীবনও এমন, যে জীবন ব্যবহার হয়েছে তার মলাট মলিন, পৃষ্ঠায় দাগ। অন্যদিকে যে জীবন ব্যবহার হয়নি সেটি থাকে চকচকে। কিন্ত গণিত বইয়ের মলিন পৃষ্ঠা প্রমাণ করে আপনার লড়াই, আপনার চেষ্টা ও একাগ্রতা। আর কৃষি শিক্ষা বইটি জানান দেয়, সেটি অব্যাহত। 

একটি পূর্নাঙ্গ জীবন কখনো হালকা নয়, অনেক ভারী। অভিজ্ঞতার ভার, স্মৃতির ভার। জীবনের এই অগোছালো দিককে কখনো অশ্রদ্ধা করবেন না। কিচেনের সেই তেল-ঝোল ও গণিত বইয়ের মলিন পৃষ্ঠাই আপনাকে পূর্ণাঙ্গ মানুষ করে তুলে।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/15dwvBd6iD/

রিফাত

×